‘গুরুতর অসুস্থ’ খামেনেই! ইরানে পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার দৌড়ে কে?

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (৮৫)। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ইরানের সর্বোচ্চ এই নেতা। শনিবার( ২৬ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির অসুস্থতার কারণে তার উত্তরসূরি নিয়ে শুরু হয়েছে। খামেনি মারা গেলে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীও পরবর্তী নেতার বিষয়ে মতামত প্রদান করবে। ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খামেনি ১৯৮৯ সালে মারা যান। তার মৃত্যুর পর থেকে এই পদে রয়েছেন আয়াতুল্লাহ খামেনি। অক্টোবরের প্রথমে ইসরায়েলে ক্ষেপনাস্ত্র হামলা চালায় ইরান।

এরপর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে গত শনিবার ইসরায়েল দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এ ঘটনার পরই খামেনির অসুস্থতার খবর প্রকাশিত হলো। খামেনির বর্তমান শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে তার দ্বিতীয় ছেলে মোজতাবা খামেনিকে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন...

  • আয়াতুল্লাহ আলি খামেনি
  • ইরান