গোপালগঞ্জে দুইটি পুকুরে বিষ প্রয়োগ!

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

মোঃ ফয়সাল আহমেদ রাজ: গোপালগঞ্জ জেলার সদর উপজেলার কাঠি ইউনিয়নের খেলনা গ্রামে মোঃ কায়কোবাদ হোসেন মুন্না শেখের ২ পুকুরে গত ৯ই জুলাই রোজ মঙ্গলবার রাত ১১ টার দিকে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে প্রায় ২০ মন।এমন টা সুত্র কে জানান পুকুর মালিকের ভাই সেনাবাহিনীর অবসর প্রাপ্ত মোঃ মিকাঈল শেখ।

জনাব মিকাঈল শেখ সুত্র কে নিশ্চিত করে বলেন আমি তখন বাসায় বাইরে হৈ চৈ শব্দ পেয়ে বাসা থেকে বের হই। কি হয়েছে? এমন টা মনে করে এবং লোকেরা হৈ চৈ করে কেন?

এক পর্যায়ে জানতে পারি পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে লোকেরা হৈ চৈ করছে! কাদের পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে এমন টা জানতে চাইলে জবাবে জানতে পারি আমাদের দুই পুকুরে বিষ প্রয়োগ করেছে।

কে বিষ প্রয়োগ করেছে এমন টা প্রশ্ন করলে উত্তরে জানতে পাই আমরা ত দেখিনি, সঠিক করে বলতে পারব না, আবার কেউ বলছে জানিনা, আবার কেউ বলছে লোক টা কে চেনা চেনা লেগেছে তবে সামনে থেকে দেখতে পাইনি পিছন থেকে দেখছি।

স্থানীয় একজন সুত্র কে জানান আমি অনেক্ষন ধরে মাছের দাপা দাপি শব্দ কানে শুনতে পাই।কি রে এত রাতে মাছের দাপাদাপি কেন মনে করে পুকুরের কাছে গিয়ে লাইটের আলো মারলে দেখতে পাই মাছ মরে সাদা হয়ে গেছে পুকুর। এই অবস্থা দেখে দ্রুত মুন্না ভাই কে ডাক দেই এবং বলি যে কে যেন আপনাদের পুকুরে বিষ প্রয়োগ করেছে? পুকুরের মাছ মরে সাদা হয়ে গেছে।এমন টা শুনে মুন্না ভাই দ্রুত পুকুরের কাছে আসে এবং ঘটনা সত্য বলে প্রমাণ পান।

এরপর মুহুর্তের ভিতর পুকুরে স্থানীয় লোকজন সাতার কেটে মাছ বাচাতে চাইলে ও তারা মাছ বাচাতে পারেনি কারন ততক্ষণে মাছ মরে পানিতে ভেসে উঠছে। একপর্যায়ে স্থানীয়রা জানান ৬ বোতল বিষ প্রয়োগ করেছে বলে অভিমত করেছে।
সুত্রের এক প্রশ্নের জবাবে মিকাঈল শেখ আরো বলেন যে,গত বছর ও আমাদের পুকুরে বিষ প্রয়োগ করেছিল এইবার মিলিয়ে ২বার হল আমাদের পুকুরে বিষ প্রয়োগ করা।তিনি আক্ষেপ করে বলেন এই নিয়ে দুই বার আমার পুকুরে বিষ প্রয়োগ হল এই দুই বছরে ত এলাকার অন্য কারো পুকুরে একবার ও বিষ প্রয়োগ হয় নি।তাহলে কি এটা কি মাছ দশ্যুদের কান্ড নাকি এলাকার লোকের শত্রুতালি আমি কিছু ই বুঝতে পারছি না।আর মাছ দশ্যুদের কান্ড বাহানা হলে ও কেন ঘুরে ঘুরে আমাদের পুকুরের মাছ মেরে ফেলবে।এলাকার অন্যান্য পুকুর ও ত আছে তাদের পুকুরে ত একটা ব্যাঙ মেরেছে বলে খবর আসেনা। এটা নিশ্চয়ই এলাকার লোকের ষড়যন্ত্র মুলক কারসাজি।

মিকাঈল শেখের ষড়যন্ত্রের কথা বললে সুত্র তাকে প্রশ্ন করে তার বা তাদের কোন শত্রু আছে কি না এলাকায় বা গ্রামে তখন তিনি বলেন আমাদের বাড়ির জমি নিয়ে গ্রামের মামুন শেখদের সাথে একটা কোন্দল আছে। তবে ঘটনার জন্ম সেই হ্রেস ধরে হয়েছে কি না প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন তেমন টা ধারণা করতে পারিনি।

অবশেষে তিনি বলেন গ্রামের কেহ যদি শত্রুতার জের ধরে এমন টা করেন তাহলে তাদের উদ্দেশ্য বলছি আমি বা আমরা কোন অপরাধ করলে সেটা আমাদের কে এসে বললে তা সমাধান করার চেষ্টা করব এবং অপরাধ থাকলে তার শাস্তি মাথা পেতে নিব। তবে কোন অবুঝ প্রানীর সাথে শত্রুতার হ্রেস ধরে কিছু করা অন্যায় হবে।

সংবাদটি শেয়ার করুন...