
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় দর্শনা থানার ওসিসহ আরো ২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার চুয়াডাঙ্গা সিভিল সার্জন সুত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুক্রবার সকালে ও রাতে চুয়াডাঙ্গার ২ জনের করোনা পজেটিভ ফলাফল পাঠিয়েছে। উক্ত ফলাফলে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ২ জন আক্রান্ত হয়েছে । এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৭ জন।
আক্রান্তদের মধ্যে জেলার পুর্বে আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান কাজল ও গাজীপুর থেকে ঈদ পালন করতে বড়িতে আসা দর্শনা মহম্মদপুরের রুবেল নামের এক ব্যাক্তি রয়েছে। তারা অসুস্থতা বোধ করলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। আজ শুক্রবার তাদের পজেটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে তারা সুস্থ থাকায় তাদেরকে নিজ নিজ বড়িতে স্বাস্থ্যবিধি মেনে কোয়ারেন্টিনে ও আইসোলেশনে রাখা হয়েছে। একই সাথে তাদের সংস্পর্শে আশা ব্যক্তি ও আশ পাশের বাড়ি ঘড় লকডাউন করা হয়েছে।
সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, নতুন শনাক্ত ২ জন এদের মধ্যে রয়েছে একজন ওসি ও আক্রান্ত বলে জানতে পেরেছি। বর্তমানে তারা সুস্থ থাকায় তাদেরকে নিজ নিজ বড়িতে স্বাস্থ্যবিধি মেনে কোয়ারেন্টিনে ও আইসোলেশনে থাকার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
