চ্যাম্পিয়ন হয়েই পিএসজি অধ্যায় শেষ করলেন এমবাপ্পে

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

কিলিয়ান এমবাপ্পে পিএসজির হয়ে শেষ ম্যাচ খেললেন শনিবার। গোলের দেখা পাননি তিনি। তবে ট্রেবল জিতে শেষটা রাঙালেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। শনিবার ফ্রেঞ্চ কাপ ফাইনালে অলিম্পিক লিওঁকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি।

লিওঁর মাঠ স্তাদে পিয়েরে মাউরোতে প্রথমার্ধে দাপট দেখায় লিগ ওয়ান ও ফ্রেঞ্চ সুপার কাপ চ্যাম্পিয়নরা।

২৩ মিনিটে নুনো মেন্দেসের ক্রস থেকে উসমান দেম্বেলে পিএসজিকে এগিয়ে নেন। দ্বিতীয়বারের চেষ্টায় আড়াআড়ি শটে ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্যাবিয়ান রুইজ। দ্বিতীয়ার্ধের দশ মিনিটে লিওঁ একটি গোল শোধ দিয়েছিল।

জেক ও’ব্রায়েনের হেডে জাল কাঁপায় তারা। কয়েক মিনিট পর পিএসজি কিপার জিয়ানলুইজি দোনারুম্মা দারুণ সেভে স্বাগতিকদের সমতায় ফিরতে দেননি। তাতে ২০২১ সালের পর প্রথম ফ্রেঞ্চ কাপ জেতে পিএসজি।

এনিয়ে ২১তম কাপ ঘরে নিলো তারা। এমবাপ্পের সাত বছরের প্যারিস অধ্যায় শেষ হলো ৩০৮ ম্যাচে রেকর্ড ২৫৬ গোলে।

সংবাদটি শেয়ার করুন...

  • কিলিয়ান এমবাপ্পে
  • ট্রেবল জয়
  • পিএসজি