ছুটি বাড়ল ৫ মে পর্যন্ত

ঢাকা: দেশে করোনা পরিস্থিতি আরও অবনিত হওয়ায় চলমান সাধারণ ছুটি আবারও বাড়ল। আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে সরকার ঘোষিত এই সাধারণ ছুটি।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
প্রতিমন্ত্রী জানান, আগামী ২৬ এপ্রিল হতে ৫ মে পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছে। বিকেলের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সেই ইনস্ট্রাকশনগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে।
এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটি আরও সাত দিন সাধারণ ছুটি বৃদ্ধির প্রস্তাব করে সরকার প্রধানের কাছে পাঠিয়েছিল।
করোনার কারণে প্রথমে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। আরও তিন দফায় ছুটি বাড়ানো হয়। পরে পর্যায়ক্রমে ১১ এপ্রিল, ১৪ এপ্রিল ও ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ে।
