জনগনের দ্বারে দ্বারে – নীগার সুলতানা ইয়াসমীন

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৪ years ago

শব্দ যেন আজ অসহায়।
কয়েকটা গেলে জান
গাড়ীর তলে হায়।
তাদের কি আসে যায়।
রাজপথে চলিবে কিছু গোল
নতুবা অভিযোগ।
কারো নড়িবে না টনক।
লোভে তারা দানব
নয় আর মানব।
হাসির বাহারে
তারা গুনিবে টাকা আহারে।
আমরা চাপা পরিব
ঝুঁকিতে ঝুলে চলিব বাসে,
ধাক্কাও জুটিবে ললাটে
ফিরিব বাসায় প্রান ঝরে
কিংবা নাকাল যেন হাল।
আমরা জনগন
ব‍্যাথায় জ্বলিবে অন্তরে আগুন।
কারো নেই ভাবনা
আছে কেবল মামলা
সময়ের কালক্ষেপণ
এটাই দেখি কেবল।
হ্নদয় ভরা ক্ষমতার দম্ভ
বিবেক মনের কুটিরে জব্দ।
শৃঙ্খলা আনার সাহস
নেই মানস পটে।
এইভাবে চলিবে আর কতদিন
দিতে হবে জবাব একদিন
মনে রাখ সকলে রাজাও দ্বারস্থ
জনগনের দ্বারে দ্বারে।

সংবাদটি শেয়ার করুন...