টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ: চালকসহ নিহত ২

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ২ years ago

টাঙ্গাইলের ধনবা‌ড়ীতে ডাম্প ট্রাক ও অটো‌রিকশার সংঘ‌র্ষে চালকসহ দুইজন নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় অটো‌রিকশায় থাকা আরও একজন আহত হ‌য়ে‌ছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) বি‌কে‌লে টাঙ্গাইল-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার জামতলী পাথা‌লিয়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- উপ‌জেলার খিলপাড়া গ্রামের মৃত দে‌লোয়ার হো‌সে‌নের ছে‌লে ও অটোরিকশা চালক বাবুল হো‌সেন (৪৫) এবং অটো‌রিকশার যাত্রী ব‌লিভদ্র গ্রামের আজিজুর রহমা‌নের স্ত্রী স্বপ্না আক্তার (৩১)।

এতে স্বপন মিয়া (২০) একজন আহত হ‌য়ে‌ছে। ধনবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইদ্রিস মিয়া জানান, ডাম্প ট্রা‌কের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষে অটোরিকশাটি ছিট‌কে সড়ক থে‌কে খা‌দে প‌ড়ে যায়। এতে অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হ‌য়ে‌ছেন।

প‌রে ঘাতক ট্রাক‌টি আটক করা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শে‌ষে নিহ‌তদের মর‌দেহ তা‌দের স্বজনদের কাছে হস্তান্তর করা হ‌বে।

 

সংবাদটি শেয়ার করুন...

  • আহত
  • ট্রাক-অটোরিকশা সংঘর্ষ