
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টটি। ইতোমধ্যেই বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান ছাড়া অংশগ্রহণকারী বাকি দেশগুলো নিজেদের দল ঘোষণা করেছে। ২৫ মে পর্যন্ত কোনো কারণ ছাড়াই আইসিসিতে জমা দেয়া দলে পরিবর্তন আনতে পারবে দলগুলো।
বিশ্বকাপ শুরু হতে এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও ইতোমধ্যে সেই আসরের সেমিফাইনাল খেলবে কারা এ নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। সেই বিশ্লেষণে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটাররা। ভারতের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ কাইফ আসন্ন বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট চূড়ান্ত করেছেন। কাইফের মতে এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া/পাকিস্তান।
কাইফ আশা করেন, ওই খেলায় ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া বা পাকিস্তান সেমিফাইনালে পৌঁছাবে। খবর ক্রিকেট পাকিস্তানের। নিউজিল্যান্ডের বিষয় উল্লেখ করে কাইফ বলেন, আইসিসি ইভেন্টগুলোতে নিউজিল্যান্ড ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করার মাধ্যমে দক্ষতার আস্থা তৈরি করেছে।
এসব বিষয় তাদের স্থিতিস্থাপকতা এবং শীর্ষ চারে থাকার প্রবণতা বৃদ্ধি করেছে। আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজ যেহেতু তাদের ঘরের মাঠে খেলছে, তাই তারা অন্যদের জন্য বিপজ্জনক হতে পারে।
তিনি বলেন, “আমি জানি না অস্ট্রেলিয়া বা পাকিস্তান তাদের মধ্যে কেউ সেমিফাইনালে আসবে কিনা। যদি পাকিস্তান আসে, তা হলে আমরা যদি সেমিফাইনালে বা ফাইনালে তাদের সঙ্গে খেলতে পারি বিষয়টি দারুণ হবে; ভারত বনাম পাকিস্তান ফাইনাল, কেন নয়? ”
কাইফ ভারতের সম্ভাবনা নিয়ে অনেক আশাবাদী।
এর কারণ হিসেবে তিনি বলেন, অস্ট্রেলিয়া-২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল ভারত। সেই দলের চেয়ে বর্তমান স্কোয়াড অনেক শক্তিশালী।
