ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে বিএসএফের গুলিতে রাজু (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের নাগরভিটা সীমান্তে এই ঘটনা ঘটে। রাজু ওই ইউনিয়নের গড়িয়ালী গ্রামের মো. হবির ছেলে।

বড়পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাবুদ্দিন মিঞা এই তথ্য জানিয়েছেন। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, আজ ভোরে রাজুসহ কয়েকজন নাগরভিটা সীমান্তে ৩৭৬ নম্বর পিলার দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে রাজু সেখানেই মারা যান। অন্যরা পালিয়ে যায়। পরে লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিম আহমদ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন...

  • ঠাকুরগাঁও সীমান্ত
  • বিএসএফের গুলি
  • যুবক নিহত