তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন: মিনু

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন। কারণ তিনি বাংলাদেশের নাগরিক। তাকে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে দেশের বাইরে রাখা হয়েছে। এ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।’

শনিবার (১৭ আগস্ট) দুপুরে রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘শুধু তাই নয়, পলাতক নেত্রী শেখ হাসিনাকেও দেশে ফিরতে হবে। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে বিশ্ব আদালতে বিচার হবে। বিএনপির নেতাকর্মীরা যদি বিশৃঙ্খলা, চাঁদাবাজি ও ভূমিদখলের সঙ্গে যুক্ত হন, তাদের আইনের হাতে সোপর্দ করার অনুরোধ জানান ওই চেয়ারপারসনের উপদেষ্টা।’ এ সময় মিজানুর রহমান মিনু বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে বিভিন্নস্থানে বিএনপি নেতাকর্মীদের নাম ভাঙিয়ে যারা দখলদারিত্ব করেছেন, তাদের চিহ্নিত করতে কাজ করা হচ্ছে। এতে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা পেলে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মদদে নগর ভবনে সন্ত্রাসীদের থাকা-খাওয়ার সুব্যবস্থার কারণেই নগর ভবনে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। মিজানুর রহমান মিনু বলেন, ‘নগর ভবনে যা হয়েছে, যিনি বর্তমান মেয়র তারই জন্য হয়েছে। মেয়রের চেয়ারটা হচ্ছে শয়তানের চেয়ার। বেশিক্ষণ বসে থাকলে নিচে গরম হয়ে যায়। আমি তো দিনে ৩/৪ ঘণ্টার চেয়ারে বসতামই না। যখন আমি মেয়র নির্বাচিত হই, তখন আমি সবার মেয়র, বিএনপির নই। যখন রাজপথে নামি তখন আমি বিএনপির নেতা। অথচ নগর ভবনের আট তলায় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছিলেন মেয়র লিটন।’.

তিনি আরও বলেন, ‘গণ অভ্যুত্থানে বিজয়ের পর সেখান থেকে অনেক দেশীয় অস্ত্রও উদ্ধার করেছে ছাত্র-জনতা।’ রাজশাহীর ব্রিটিশ কাউন্সিল দখলের প্রসঙ্গ টেনে সাবেক এমপি মিনু বলেন, ‘প্রায় ১৫০ বছরের পুরাতন ব্রিটিশ কাউন্সিলের ভূমি দখলের চেষ্টা চালাচ্ছে একটি মহল। ওই প্রতিষ্ঠান আমরা ধ্বংস করতে দেব না, জীবন দিয়ে হলেও রক্ষা করবো। কোনো অপশক্তিকে এটা দখল করতে দেয়া হবে না। দ্রুতই যেন সংস্কার করে এটি জনসাধারণের জন্য খুলে দেয়া হয় সেই ব্যবস্থা করতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন...

  • খালেদা জিয়ার উপদেষ্টা
  • তারেক রহমান
  • মিজানুর রহমান মিনু