বিধবা নারী ৮ মাসের অন্তসত্ত্বা

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৫ years ago

গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে তিন সন্তানের জননী বিধবা নারীকে জোরপূর্বক ধর্ষণ করেছে সৎ দেবর ও তার সহযোগী প্রতিবেশি । এঘটনায় ওই বিধবা নারী ৮ মাসের অন্তসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে ।

ঘটনাটি ঘটেছে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের দুবুরিয়া মৃত সুলতান মোড়লের বাড়ীতে। অভিযুক্ত লম্পট হাবিবুর রহমান হাবু (৪৫) দুবুরিয়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে ও তার সহযোগী মিলন (৪৩) একই গ্রামের মৃত- আব্দুর রশিদের ছেলে ।

এব্যাপারে ওই নারী বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন । মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, ১৫ মাস আগে নারীর স্বামী মারা যাওয়ার পর থেকে নানা ভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল অভিযুক্তরা। একদিন রাতে দরজা ঘরে প্রবেশ জোরপূর্বক থাকে ধর্ষণ করে । এবং বিষয়টি কাউকে সন্তানসহ তাকে হত্যার হুমকি দেয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. কে. এম মিজানুল হক জানান, থানায় মামলা হয়েছে, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

সংবাদটি শেয়ার করুন...