তিন হাজার ইয়াবাসহ আটক ৩

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৭ years ago

রাজধানীর সায়েদাবাদ থেকে দুই হাজার ৯৮০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবাসায়ীকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) মধ্য রাতে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে মেয়র হানিফ জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. রুবেল (২৭), আব্দুস ছাত্তার (৩০) ও তানভীর আহম্মেদ ওরফে জনি (৩৩)।

র‌্যাব-১০ অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ উপ-অধিনায়ক মেজর আশরাফুল হকের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার শাহীনুর চৌধুরী ও এএসপি শহিদুল হক মুন্সীর সমন্বয়ে বিশেষ দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে মেয়র হানিফ জামে মসজিদের সামনে থেকে দুই হাজার ৯৮০ পিস ইয়াবাসহ ওই তিনজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। প্রতিনিয়ত তারা টেকনাফ, কক্সবাজার হতে বিভিন্ন কৌশলে মাদক এনে সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মতিঝিল এবং মুগদাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন...