ত্রিপুরায় বন্যায় ৩৪ হাজার মানুষ বাস্তুচ্যুত, নিহত ১০

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

টানা বৃষ্টিপাতের কারণে ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এখন পর্যন্ত ত্রিপুরায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া ৩৪ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খবর এনডিটিভির।

ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ৩৪ হাজার মানুষ। খবর ভারতের একাধিক গণমাধ্যমের। বৃহস্পতিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে এখন পর্যন্ত ৬ হাজার ৬০০টির বেশি পরিবারের ৩৪ হাজারেরও বেশি মানুষ রাজ্যটির ৮টি জেলার বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছেন।

এছাড়া বন্যায় এখন পর্যন্ত এক হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তাদের মত অনুযায়ী, দক্ষিণ ত্রিপুরা, গোমতি ও খোয়াই জেলায় ১০ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ১২ বছর বয়সী মেয়েও রয়েছে। কর্মকর্তারা আরও বলেছেন, গত ৪৮ ঘণ্টায় ত্রিপুরায় অবিরাম বর্ষণে ভূমিধস ও ডুবে যাওয়ার পৃথক ঘটনায় এক পরিবারের তিন সদস্যসহ অন্তত নয়জন নিহত এবং দুজন আহত হয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন...

  • টানা বৃষ্টিপাত
  • বন্যা পরিস্থিতি
  • ভারতের ত্রিপুরা রাজ্য