দুবইল স্কুল শিক্ষা প্রতিষ্ঠান না দলীয় কার্য্যালয়!

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৭ years ago

তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউপির দুবইল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের দেয়াল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানারে ভরে উঠেছে। প্রথম দেখায় যে ভড়কে যাবে আসলে এটা স্কুল না দলীয় কার্য্যালয় সেটা নির্ধারণ করতে। এদিকে রাজনৈতিক স্লোগান সংবলিত রঙ বে-রঙের এসব অদ্ভুদ রকমের ব্যানার দিয়ে স্কুলের একাডেমিক ভবনের দেয়াল সজ্জিত করণের বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আসলে এসব ব্যানার সাটানোর মধ্যদিয়ে শিক্ষার্থীদের কি শিক্ষা দেয়ার চেস্টা করা হচ্ছে, নাকি রাজনৈতিক দলের নেতাদের খুশি করা হচ্ছে, তাহলে যদি কখানো রাজনৈতিক সরকারের পরিবর্তন ঘটে তবে তখন রাতারাতি খোলস পাল্টিয়ে সেই দলের স্লোগান সংবলিত ব্যানার দেয়া হবে কি, যদি তাই হয় তাহলে এতে লাভ হবে কার ইত্যাদি হাজারো প্রশ্নের সৃষ্টি করেছে জনমনে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সহকারী শিক্ষক বলেন, বিভিন্ন মতাদর্শী পরিবারের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করে এসব ব্যানার নিয়ে তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে, আর অভিভাবকগ প্রধান শিক্ষকের শাস্তির দাবি করেছে।
স্থানীয়রা জানান, বিপুল অঙ্কের টাকা ব্যয় ও নীতিমালা লঙ্ঘন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্লোগান সংবলিত এসব ব্যানার দিয়ে স্কুলের একাডেমিক ভবনের দেয়াল সজ্জিদ করা হয়েছে। সচেতন মহল ও অভিভাকগণের অভিমত, রাজনৈতিক স্লোগান সংবলিত এসব ব্যানার না দিয়ে যদি দেশের বিভিন্ন জ্ঞানী-গুণি, পন্ডিত, শিক্ষাবিদ, বিজ্ঞানী, কবি, মুক্তিযোদ্ধা ও দেশের বিভিন্ন এলাকার কৃষ্টি-কালচার ইত্যাদী ব্যানারে তুলে ধরে একাডেমিক ভবনের দেয়াল সজ্জিত করা হতো তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য্য বর্ধনের পাশপাশি শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থী সকলেরই এসব বিষয়ে জ্ঞানের পরিধি বৃদ্ধি পেতো। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ শিক্ষাবান্ধ হতো। এব্যাপারে জানতে চাইলে দুবইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, মাটির দেয়ালে এসব ব্যানার সাটানো কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় আর টাকাও স্কুল তহবিলের নয়। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নানা ধরণের ব্যানার ব্যবহার করা হয় কর্মসূচি শেষে সেগুলো নস্ট না করেই দেয়ালে সাটানো হয় এতে দেয়াল ভাল থাকে। এব্যাপারে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি তবে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজন ব্যতিত কোনো রাজনৈতিক দলের স্লোগান সংবলিত ব্যানার সাটানো ঠিক নয়। এতে কোমলমতি শিক্ষার্থীদের মনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। তিনি বলেন, দেশের ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-কালচার ও সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে ব্যানার সাঁটানো যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন...