দুর্বল হইবে সবল- নীগার সুলতানা ইয়াসমীন

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৪ years ago

সবলদের জড়িয়ে দুর্বলদের আঘাত করিযা,
কানাকানি করিয়া, মিথ্য ছড়িয়ে,
চলার পথে কাঁটা বিছিয়ে,
আনন্দের জীবন কাটাতে চায় যারা,
বিধাতার আরশ কাঁপিবে যেদিন
আশায় পরিবে বালি সেদিন।
দুর্বল সময়ের পরিক্রমায় ঘাত প্রতিঘাত সয়ে,
বিজয়ীর বেশে আত্নপ্রত্যয়ে এগিয়ে চলিবে জীবনের, লক্ষ্যে আপন মেধা, শ্রমে, বুদ্ধি বলে।
সততা, ধৈয্য ধারন করে নৈতিকতার পুরুষ্কারে,
অতি সাধারন দুর্বল ভাবিয়াছ যাদের
সবল হইয়া বিচরন করিবে মুক্ত আকাশে।
প্রাতের কিরনে আঁধার কাটিয়া
আলোর ঝর্নাধারায় পরিপূর্ণতা
পাইবে সকল মনোবাসনা তাদের।
হাসির ভেলায় দু:খ ভাসিয়া
সফলতার চুঁড়ায় পৌঁছিবে
আপন মনোবলে বিকশিত হইয়া।
আর গুনিজনের কথা করিবে স্মরন
শেষ ভালো যার সব ভালো তার।
পিছুনে দেখিবে না আর,
চলিবে কেবল সন্মুখে,
ধর্মে সবল, কর্মে সফল, সততাই শক্তি
জীবন ছুটিয়া চলিবে এই বুনিয়াদে।

সংবাদটি শেয়ার করুন...