নরসিংদীতে করোনার সতর্কতায় লকডাউনের প্রথম দিন

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

মাহবুব সৈয়দঃ দিন যতই গড়াচ্ছে সচেতন মানুষের চোখে মোখে একটা আতঙ্কের চিন্তা ফুটে উঠছে। সরেজমিনে বিভিন্ন জায়গায় দেখা যায় প্রধান প্রধান সড়ক গুলীতে লোক সমাগম কম। বাহির থেকে কোন লোক এবং গাড়ি প্রবেশে ছিলো প্রশাসনের কঠোর অবস্হান।

মাধবদী, পাঁচদোনা, সাহেপ্রতাব, ভেলানগর, মরজাল, বিভিন্ন পয়েন্টে লোকসমাগম আগের মতন দেখা যায়নি। কর্মহীন মানুষগুলো এলোমেলো ভাবে পাড়া মহল্লার অলি গলিতে স্হানীয় লোকদের সাথে আড্ডা দিতে দেখা যায়। করোনা ভাইরাসটির ব‍্যপারে এখনও অনেক মানুষ উদাসীন এই উদাসীনতা মহামারী আকার ধারন করার আগেই আরও কঠোর অবস্হানে যেতে হবে বলে মনে করেন সুস্হ মস্তিষ্কের জনগণ।

সংবাদটি শেয়ার করুন...