পাঁচ ম্যাচ বাকি রেখেই সেরি আর চ্যাম্পিয়ন ইন্টার মিলান

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ২ years ago

সমীকরণটা সহজ ছিল। মিলান ডার্বি জিতলেই লিগ শিরোপাও জেতা হয়ে যাবে ইন্টার মিলানের। চলতি মৌসুমের ফর্ম দেখে সকলেই একটা অনুমান করতে পেরেছিল এই মিলান ডার্বিতে কে জিতবে।

প্রস্তুত মঞ্চে শুরুতেই এগিয়ে গেল ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিল তারা। পরে একটি গোল শোধ করে নাটকীয়তার আভাস দিল এসি মিলান। একেবারে শেষ দিকে তিন লাল কার্ডে ছড়াল বাড়তি উত্তাপ।

তবে সম্ভাবনাকে সত্যি করে, নগর প্রতিদ্বন্দ্বীদের আবারও হারিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে সেরি আর শিরোপা জিতে নিল সিমোনে ইনজাগির দল।

শেষ দিকে ইন্টারের ডেনজেল ড্রাম্ফ্রিস আর মিলানের থিও হার্নান্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দুই দলই পরিণত হয় দশ জনের দলে। ইন্টার অবশ্য রক্ষণ আগলে রেখেই জয় নিশ্চিত করে লিগ শিরোপা উদযাপনে মাতে।

 

সংবাদটি শেয়ার করুন...

  • ইন্টার মিলান
  • মিলান ডার্বি
  • সিমোনে ইনজাগি