বঙ্গকন্যা গীতিকার এস এম জাহাঙ্গীর আলম সরকার

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৭ years ago

বঙ্গকন্যা তুমি ছাড়া

ধরনীতে আছে যারা

তোমার বিকল্প শুধুই তুমি

এগিয়ে চল নির্ভয়—

শিখিয়েছ তুমি কিভাবে স্বপ্ন দেখতে হয়

দেখিয়েছ তুমি স্বপ্ন কিভাবে সত্যি হয়

ক্ষুধার্ত বাঙ্গালীর তৃষ্ণা মিটিয়ে

জীবন তাদের কাছে পদ্যময়

তোমার তুলনা তোমাকে দিয়ে হয়।

শিক্ষা স্বাস্হ্য বিদ্যুৎ কৃষি আজ পরিপূর্ণ

মুক্তিযুদ্ধের বাঙ্গালীর জীবন আজ ধন্য

লাল সবুজের নেই ক্ষয়/এই পতাকার হল জয়

সারাবিশ্ব অবাক চেয়ে রয়!

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় তুমি দূর্বার এগিয়ে চল

আছি আমরা তুমি নির্ভয়—

ক্ষুধার্ত বাঙ্গালীর তৃষ্ণা মিটিয়ে

জীবন তাদের করেছ পদ্যময়

তোমার তুলনা তোমাকে দিয়ে হয়।।

শিল্প সাহিত্য সংস্কৃতিততে মোরা ঋদ্ধ ঋদ্ধ

সন্ত্রাসী আর জঙ্গী কালোহাত মোরা রুখবই রুখব

আগামীর আছে প্রত্যয় উন্নত হব নিশ্চয়

মাথা উচু করে দাড়াব বিশ্বময়

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় তুমি দুর্বার এগিয়ে চল

আছি আমরা তৃমি নির্ভয়—

ক্ষুধার্ত বাঙ্গালীর তৃষ্ণা মিটিয়ে

জীবন তাদের করেছ পদ্যময়।

সংবাদটি শেয়ার করুন...