
কোতয়ালী থানার আওতাধীন ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড চট্টগ্রাম, পিপি স্কয়ার ক্লাব “বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ” কর্তৃক চট্টগ্রাম মহানগরের সাধারন সম্পাদক “আমরা ক’জন মুজিব সেনা” চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ও ৩৪নং পাথরঘাটা থানা ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য এনামুল হক এনাম এর নেতৃত্বে এবং উক্ত সংগঠনের সহ-সভাপতি সাহেদুল ইসলাম সাগর “বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ”এর সভাপতি ফজলুর রহমান খোকন সহ বিভিন্ন নেতা কর্মী, সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের তত্বাবধানে সামিল হয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত মিলাত মাহফিল দোয়া কামনা করে স্বাধীন বাংলাদেশের স্থপতি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর ”৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস” উদ্যাপন করেন। উক্ত স্বভাই উপস্থিত ছিলেন- সরকারি সিটি কলেজ’ পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র নেতা – Pulak Khastagir, চট্টগ্রাম জেলা সাংস্কৃতি যুটের প্রেসিডেন্ট অনুপ বিশ্বাস,সিটি কলেজ’ সাবেক যুগ্ম সম্পাদক আনিপুর রহমান লিটু,সিটি কলেজ’ পাথরঘাটা আওয়ামী লীগ নেতা মোরশেদ রানা,সিটি কলেজ’ সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক বাংলাদেশ- আবদুর রহিম জিল্লু, চট্টগ্রাম মহানগর “আমরা ক’জন মুজিব সেনা” সভাপতি- সরফরাজ নেওয়াজ খান রবিন,ইরশিয়াত ইফতেখার মামুন,পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক উমর ফারুক,পাথরঘাটা আওয়ামী লীগ নেতা অদির দাস,তরুণী নিসান,অর্জন শিখদার,উত্তম দাস,সাক্ষর দাস,সুজন দাস আরও অনেকেই। প্রতিবারের মতো সমগ্র জাতি যথাযোগ্য মর্যাদার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে “জন্মবার্ষিকী ও শিশু দিবস” হিসেবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ ও পালন করেছে সারাদেশ জুড়ে। জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রিয় নেত্রীর আদেশকে নিজেদের ভেতর ধারন করে কোন প্রলোভনে নিজেদেরকে না জড়িয়ে প্রিয় নেত্রীর সোনার বাংলা গঠনে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রিয় নেত্রীর স্বপ্ন বাস্তবায়ন করি। মহান অন্যতম শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫১ তম জন্মদিনে ১৭ মার্চ’এই দিনে “সাংবাদিক” দের এক প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এদেশে জন্ম দিনই বা কি আর মৃত্যু দিনই বা কি – আমার জনগণই আমার জীবন। বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার,আমরা হব তাঁর আদর্শের উত্তরাধিকার। পরিশেষে মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর রূহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর সুযোগ্য কন্যা দেশরত্ন, “গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী সেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।
