বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় গাজীপুরে মানববন্ধন

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৪ years ago

গাজীপুর প্রতিনিধিঃ  জিসিসি মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় গাজীপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।

জিসিসি মেয়রকে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদ থেকে বহিস্কারের দাবীও জানায় প্রতিবাদ সভার বক্তারা। মেয়র জাহাঙ্গীর আলম বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার একটি ভিডিও সামাজিক গনমাধ্যমে ছড়িয়ে পরলে জনসাধারণের মাঝে উত্তাপ ছড়িয়ে পরে।

ভিডিও তে শুনা যায়, জিসিসি মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতার জন্য ৩০লক্ষ মানুষের প্রান নিয়ে তার সার্থ উদ্ধার করেছেন। এছাড়াও তিনি বলেন, গাজীপুর আওয়ামীলীগের সভাপতি আজমতউল্লা খান তাকে মারার জন্য লোক রেডি করেছিলেন সে এখন তার কর্মী, আবার মন্ত্রীকেও ওনি গনায় ধরেন না” বলেও শুনা গেছে ঔ ভিডিওতে। সামাজিক গনমাধ্যমে এসমস্ত কথা শুনার পর জনমনে ক্ষোবের সৃষ্টি হয়।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিক্ষুব্দরা কাজী আজিমউদ্দিন কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে রাজবাড়ি সড়কে মানববন্ধন করে।

এসময় উপুস্থিত ছিলেন,কাজী আজিম উদ্দীন কলেজের ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান নাহিদ,গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের যুবলীগ নেতা রাশেদুল ইসলাম জেকসন, কাজী আজিম উদ্দীন কলেজের ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম শাকিল, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সদস্য সাইফুল ইসলাম শাওন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নামে কটুক্তি এবং মুক্তিযুদ্ধকে ব্যঙ্গ করে জাহাঙ্গীর আলম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এর মত মর্যাদাপূর্ণ পদে থাকার অধিকার হারিয়েছেন। জাহাঙ্গীর আলমকে অবিলম্বে মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদ থেকে বহিষ্কার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারী দেন বক্তারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন...