
মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ ঢাকা মহানগর দক্ষিণ সিটি ৩৩ নং ওয়ার্ড নিমতলি-নবাব কাঁটারা এলাকার বাসিন্দারা জনসচেতনতা সৃষ্টি লক্ষ্য আজ১১ আগষ্ট রোববার বিকেলে পরিস্কার পরিছন্ন অভিযান শুরু করেন। এতে বিপুল সংখ্যক মানুষ এতে অংশ গ্রহণ করেন। ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ফারহান আলী বলেন, দেশে হঠাৎ করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ সংকট থেকে জনগণকে মুক্ত করার জন্য আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযথ ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ জন্য সবাইকে সমন্বিত ভাবে এক সঙ্গে কাজ করতে হবে। সেই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা ঢাকা মহানগর দক্ষিণ অঞ্চল ৩৩ নং ওয়ার্ড কতৃপক্ষের আয়োজিত জনসচেতনতা মূলক পরিস্কার পরিছন্ন অভিযান কাজের অংশ হিসেবে আজ আমরা শুরু করেছি।
এই কাজ দীর্ঘর্দিন এর বিরুদ্ধে আমাদের কাজ করতে পারলে এ সংকট থেকে পরিত্রাণ পাওয়া যাবে। ডেঙ্গুর এ প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই পরিছন্নতা অভিযান চলবে। শুধুমাত্র সরকার বা স্বাস্হ্য বিভাগের একার পক্ষে এ মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য সবার জনসচেতনা মূলক ভাবে মিলিত হয়ে কাজ করতে হবে। তারই সাথে আমাদের প্রত্যেকের নিজ নিজ আঙ্গিনা পরিস্কার করতে হবে।
বক্তারা বলেন, সমাজকর্মের বিষয়টি মনো দৈহিক ক্ষেত্রের সাথে গভীর ভাবে জড়িত। পৃথিবীর সকল অঞ্চলের সমাজকর্মের মানুষের সাথে মনোবিজ্ঞান ও মনোচিকিৎসা সম্পর্কিত জ্ঞান অর্জনের ব্যাহৃত থাকে। কেননা এই বিজ্ঞানের জ্ঞান ব্যতিত মানুষের আচরণ বিশ্লেষণ করা যায় না। সমাজকর্মের পদ্ধতি গুলো বিশেষ করে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা হয় মনো দৈহিক ক্ষেত্রে। যেখানে জনগণের স্বার্থে সেবা গ্রহিতার আচরণ বিশ্লেষণ করে সমস্যা সমাধানে পথনির্দেশিকা দান করা হয়। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল দেশে অপরাধ ও কিশোর অপরাধ, মাদকাসক্তি, দাম্পত্য বিরোধ, এমনকি আত্মহত্যা ও হত্যা প্রবণতার মতো সমস্যা গুলো বিচার বিশ্লেষণে ও কার্যকর সমাধানে মানবীয় বিকাশ ও আচরণ সম্পর্কিত জ্ঞানের প্রয়োজন রয়েছে।
বক্তারা আরও বলেন, আধুনিক কালে সমাজকর্মের চারটি প্রয়োগ ক্ষেত্রে মানবীয় বিকাশ ও আচরণ সম্পর্কিত জ্ঞানের অনুশীলন আমরা লক্ষ্য করি। চিকিৎসা সমাজকর্ম, মনোচিকিৎসা সমাজকর্ম, সংশোধনমুলক সেবা সমাজকর্ম, এবং পরিবার উপদেশ দান একই ব্যবস্হার সাথে সম্পৃক্ত।
দিন দিন আমরা এই বিজ্ঞানের ক্ষেত্রে আরো সম্প্রসারিত হচ্ছি। শিল্প, ব্যবসা এবং শিক্ষা ক্ষেত্রে মানুষের আচরণ বিশ্লেষণের গুরুত্ব বৃদ্ধি পাবার প্রেক্ষাপটে শিল্প মনোবিজ্ঞান ব্যবসা আচরণ বিজ্ঞান এবং শিক্ষা মনোবিজ্ঞান এর উদ্ভব ঘটেছে। এতে জনসচেতনতামুলক সমাজকর্মীরা এসব ক্ষেত্রে জ্ঞান অর্জন করে সংশ্লিষ্ট ক্ষেত্রে ভুমিকা পালনের চেষ্টা করে এই সব বাস্তব কারণকে সামনে রেখে সমাজকর্মীদের জ্ঞান ভান্ডারে আচরণ সম্পর্কিত জ্ঞান দানের জন্য সমাজকর্ম শিক্ষার অপরিহার্য বিষয়। যাহা আমাদের জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পথনির্দেশ করে গিয়েছেন নেতাকর্মীদের। সেই হিসেবে মানবীয় বিকাশ ও বঙ্গবন্ধুর আদর্শ আচরণ ও সামাজিক পরিবেশ উপযোগী করে বর্তমান আমাদের সমাজের মধ্যে জনসচেতনতা তুলাই হচ্ছে আমাদের মুল লক্ষ্য।
বর্তমান সময়ে ডেঙ্গু একটি মারাত্মক ব্যধিতে রুপ নিয়েছে। এর থেকে পরিত্রাণের জন্য প্রতিরোধের পাশাপাশি আল্লাহর দরবারে প্রার্থনা করতে হবে। এটি একটি আমাদের জন্য গজব। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ ( সা:) নিজে পরিছন্ন থাকতেন এবং সবাইকে পরিছন্ন থাকতে উপদেশ দিতেন। আসুন আমরা নবীজীর আদর্শ অনুসরণ করে আমরা যদি চারপাশে পরিস্কার পরিছন্ন রাখতে পারতাম তাহলে ডেঙ্গু নিয়ে এমন ভয়াবহ পরিস্থিতিতে পতিত হতাম না।
উক্ত অনুষ্ঠানে এলাকার বাসিন্দারা সহ সর্বস্তরের জনগণ এই অভিযানে অংশ গ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ ফারহান আলী, আবু বাক্কার সিদ্দিক, মোঃ নুরুল ইসলাম, মোঃ রায়হান, মোঃ ওমর, ফাহিম হাসান, নাজহাবুল ইসলাম, মিন্টু হাসান, প্রমুখ।
