বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক নিষিদ্ধ করল সৌদি

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীকের ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। গতকাল রোববার এক নির্দেশনায় সরকার বলেছে, ‘জাতীয়, ধর্মীয় ও পবিত্র প্রতীক যে কোনো ধরনের প্রচার প্রচারণা এবং অন্যান্য বাণিজ্যিক বিষয়াবলীতে ব্যবহার করা যাবে না।’

মাধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ কাসাবি বলেন, ধর্মীয় প্রতীকের প্রবিত্রতা রক্ষায় সৌদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই সরবার এই সিদ্ধান্ত নিয়েছে। সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, যারা এ নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি প্রজ্ঞাপন জারির ৯০ দিন পর থেকে এ নির্দেশনা কার্যকর হবে। এই ৯০ দিনের মধ্যে যারা নির্দেশনা ভঙ্গ করবে, তাদের শোধরানোর সুযোগ দেওয়া হবে। অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের কার্যক্রমে ধর্মীয় প্রতীক রয়েছে, তারা এই সময়ের মধ্যে সেগুলো পরিবর্তনের সুযোগ পাবে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, সৌদি আরবের নেতাদের নাম ও ছবি প্রিন্ট করা জিনিস, অন্যান্য জিনিসপত্র, উপহার এবং প্রচারণামূলক বিষয়েও ধর্মীয় প্রতীকের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সৌদির বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, আগে থেকেই বাণিজ্যিক বিষয়াবলীতে সৌদির পতাকা ব্যবহার নিষিদ্ধ আছে। কারণ এই পতকায় কালেমা খচিত আছে। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে পবিত্র কাবা শরিফের মতো দেখতে একটি প্রদর্শন করা হয়। ওই মঞ্চে শিল্পীরা নাচ গান করছিলেন। এরকম একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। এরপরই সৌদির পক্ষ থেকে এমন নির্দেশনা এল।

 

সংবাদটি শেয়ার করুন...

  • ধর্মীয় প্রতীকের ব্যবহার নিষিদ্ধ
  • বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক
  • সৌদি সরকার