
রিয়াদকে ছেটে ফেলার ব্যাখ্যা দিয়েছেন শ্রীরাম তবে শান্তকে কেন দলে এবং তার পছন্দে জায়গা পেয়েছেন তার উত্তর জানাবেন পরের প্রেস কনফারেন্সে।
রিয়াদ ইস্যুতে ভারতের কিংবদন্তি অধিনায়ক মাহেন্দ্র ধোনির সঙ্গে তুলনা করে শ্রীরাম বলেন, যতবড় খেলোয়াড় হোক না কেন বিদায় নিতে হবে, একটা সময়। কেউ চির স্থায়ী না!
সাফল্যের জন্য, দলে পরিকল্পনার প্রয়োজন রিয়াদের বিকল্প দরকার আর সেজন্যই নতুন কাউকে তার জায়গায় নিয়ে আসা জরুরি বলে মনে করেন তিনি।
নয়তো একটা সময় তার জায়গায় খেলানোর মত কাউকে পাওয়া যাবে না বাংলাদেশ টিমে। অন্যদিগে তার কাছে জানতে চাওয়া হয় কেনো শান্ত দলে!
প্রশ্নের উত্তরে তিনি বলেন, অপেক্ষা করতে হবে এই উত্তর জানতে আপনাকে পরের প্রেস কনফারেন্স পর্যন্ত।
প্রত্যাশামতো চোট কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস, ইয়াসির আলি রাব্বি ও নুরুল হাসান সোহান।
১৫ সদস্যের দলে রিয়াদ সহ জায়গা হয়নি মোহাম্মদ নাঈম শেখ ও মুনিম শাহরিয়ারের।
বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড: লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি রাব্বি, সাইফউদ্দিন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।
স্ট্যান্ডবাই: শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মাহেদী হাসান ও সৌম্য সরকার।
