ভোলায় স্বাস্থ্যবিধি না মেনেই বিতরন হচ্ছে সরকারি অনুদান।

লেখক:
প্রকাশ: ৫ years ago

ভোলা প্রতিনিধি: ভোলায় কোভিড ১৯’র বৈশ্বিক মহামারিতে ও সরকারের দেয়া স্বাস্থ্য বিধি না মেনেই বিতরন করা হচ্ছে সরকারি অনুদান। ৮ জুন সোমবার ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদের কম্পাউন্ডে এই চিত্র দেখা যায়।

সেখানে সমাজসেবা অধিদপ্তরের অধীনে বয়স্ক ও বিধবাদের জন্য সরকারি অনুদানের টাকা বরাদ্ধ করা হয়। বরাদ্ধ কৃত অনুদান নেয়ার ক্ষেত্রে মানা হচ্ছেনা সরকার ঘোষিত কোন স্বাস্থ্য বিধি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন,

আমরা চেষ্টা করছি সামাজিক দুরত্ব বজায় রেখে অনুদান বিতরনে। আসলে গ্রামের এই গরীব মানুষগুলো কিছুতেই মানছেন না স্বাস্থ্য বিধি। আমরা ভবিষ্যতে স্বাস্ত্য বিধি মেনে কিভাবে অনুদানের অর্থ বরাদ্ধ করা যায় তার দিকে দৃষ্টি রাখবো।

এ বিষয়ে পরিষদের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা জানান, নৌ-বাহিনী ও মেজিস্ট্রেট দিয়ে ও আমরা চেষ্টা করছি স্বাস্থ্য বিধি মানার জন্য। কিন্তু মানুষ কিছুতেই সরকারি স্বাস্থ্য বিধি মানছেনা ।

এই অবস্থায় আমি জেলা প্রশাসনের হস্তক্ষ্যপ কামনা করছি। জেলা প্রশাসক মাসুদ আল সিদ্দিকির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মুঠো ফোনে তাকে পাওয়া যায়নি। এইচ এম নাহিদ, ভোলা । ০১৭১৬১৮৭৩৮৫

সংবাদটি শেয়ার করুন...