মন্ত্রী-সচিবদের কেউ কেউ ফোন-ফ্যাক্সের দোকান খুলে বসতে পারেন: পার্থ

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৮ years ago

ন্ত্রীসচিবদের ফোনের বিল দিতে হবে না, তাই কেউ কেউ ফোনফ্যাক্সের দোকান খুলে বসতে পারেন বলে মন্তব্য করেছেন ২০ দলের অন্যতম নেতা বাংলাদেশে জাতীয় পার্টির(বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ

সোমবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে মন্ত্রীসচিবদের ফোন ব্যবহারের কোনো নির্ধারিত সীমা রাখা হচ্ছে না এমন সংবাদে মন্তব্য করে এসব কথা লেখেন

তিনি সরকারি কর্মকর্তাকর্মচারীদের দুর্নীতির বিষয়ে মন্তব্য করে বলেন, বেতন ভাতা বাড়ানোর পরেও দুর্নীতি কমে নাই বরং বেড়েছে

তরুণ রাজনীতিবিদের ফেসবুক সট্যাটাস হুবহু দেয়া হলো। সরকারি কর্মচারীদের বেতনভাতা বাড়ানোর পরেও দুর্নীতি কমে নাই বরং বেড়েছে এখন মন্ত্রী সচিবদের ফোন ব্যবহারের কোনো নির্ধারিত সীমা রাখা হচ্ছে না। যত খরচ হবে, তত টাকা সরকার থেকে দেয়া হবে। আমার তো ভয় হয় যে বিল দিতে হবে না, তাই কেউ কেউ আবার ফোনফ্যাক্সের দোকান না খুলে বসে

সংবাদটি শেয়ার করুন...