মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ২ জনের মৃত্যু

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুজন মারা গেছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহাম্মদ নাসির (৩০) ও মুন্না (২২)। তাদের মধ্যে নাসির নির্মাণশ্রমিক ও ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী বলে পরিবারের দাবি। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছুরিকাঘাতে নিহত মুন্নার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর নাসিরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। নিহত নাসিরের ভাই ইসলাম জানান, তার ভাই একজন নির্মাণশ্রমিক।

তিনি ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ছিলেন। সন্ধ্যার দিকে মোহাম্মদপুর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় টোলের টাকা তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়েন তিনি।

সেখানে অজ্ঞাত কয়েকজন তাকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নাসিরের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন...

  • ২ জনের মৃত্যু
  • দুর্বৃত্তদের ছুরিকাঘাত
  • রাজধানীর মোহাম্মদপুর