রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ২৫

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির জনসংযোগ শাখা থেকে আজ শনিবার (২৫ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে পরের ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। অভিযানে ৮৭৬ পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ২৬ কেজি ৭৬০ গ্রাম গাঁজা ও দুই বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন...

  • ২৫ জন গ্রেপ্তার
  • ডিএমপি
  • মাদকবিরোধী অভিযান