রাসায়নিক গুদাম বন্ধে সরকার কঠোর হচ্ছে: সেতুমন্ত্রী

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকায় রাসায়নিক গুদাম বন্ধে সরকার কঠোর হচ্ছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, `এসব অগ্নিকাণ্ডের ঘটনা শুধু আইন দিয়ে বন্ধ করা যাবে না। একই সঙ্গে সচেতন মহল ও এলাকাবাসীকেও এমন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।` শুক্রবার বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারে অগ্নিকাণ্ডে আহত রোগীদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পুরান ঢাকার চকবাজারে আগুনের ঘটনা ভয়াবহ ও মর্মান্তিক উল্লেখ করে কাদের বলেন, `যে কোনো মূল্যে কেমিক্যাল গোডাউন সরাতে হবে। আর শুধু কেমিক্যাল গোডাউন নয় একই সঙ্গে সিলিন্ডার বিস্ফোরণের মধ্য দিয়েও ভয়াবহ দুর্ঘটনা ঘটছে।`

ওবায়দুল কাদের বলেন, `যারা রাসায়নিক গুদাম বন্ধে বা সরানোর দায়িত্বে ছিলেন, নিশ্চিত তাদের অবহেলা ছিল। আমি মনে করি, তাদেরও জবাবদিহির প্রয়োজন আছে। চকবাজারে আগুনে দগ্ধদের সব দায়িত্ব নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত তাদের খোঁজখবর রাখছেন।`

এরই মধ্যে সরকার সিটি কর্পোরেশনের মেয়র ও সংশ্লিষ্টদের অবৈধ কেমিক্যাল গুদাম এবং রাসায়নিক বিক্রি করে এমন দোকান চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে বলেও জানান মন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন...