
শরীফুর রহমান বাহারঃ কুমিল্লা লাকসাম মুদাফরগঞ্জ রোডে নোয়াপাড়া তিন রাস্তার মোড় নামক স্থানে ছিনতাইকারীর চাপাতির আঘাতে মনির হোসেন নামে ৪২ এক এক সিএনজি চালক নিহত হয়েছেন শুক্রবার রাত ৯ ঘটিকার সময় এই ঘটনা ঘটে তিন সন্তানের জনক মনির হোসেন লালমাই উপজেলার বাকই ইউনিয়নের কসরাইশ গ্রামের মৃত নুরুল হকের পালিত পুত্র এই ঘটনায় এই ছিনতাইকারীকে আটক করেছে লাকসাম থানা পুলিশ।
