লাল-সবুজের পতাকা হাতে আর্জেন্টিনার জয়ের সাক্ষী হলেন জায়েদ খান

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

মাঠে বসে সরাসরি কোপা আমেরিকার সেমিফাইনাল আর্জেন্টিনার জয় উপভোগ করলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। বুধবার (১০ জুলাই) সকাল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে মাঠে নামে মেসির দল। এই ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন জায়েদ খান।

স্টেডিয়ামে ভিআইপি বক্স থেকে খেলা উপভোগ করেন এই নায়ক। স্থানীয় সময় সকাল ৬টায় শুরু হয় ম্যাচ। ২২ মিনিটে, আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পলের ম্যাজিকাল থ্রু পাস থেকে অসাধারণভাবে ডান পায়ে বল রিসিভ করে কানাডার ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল করেন আলভারেজ। বিরতির পর ৫১ মিনিটে কানাডার জালে আবার আঘাত হানে আর্জেন্টিনা। মেসি বক্সে থাকা অবস্থায় কানাডার এক ডিফেন্ডার রক্ষণে বেশি নিচে নেমে যাওয়ায় আর্জেন্টাইন অধিনায়ককে আর অফসাইড নিয়ে ভাবতে হয়নি।

এনজো ফার্নান্দেজ বক্সের জটলার মধ্যে শট নিলে মেসি তাতে শুধু পা–টা ছুঁইয়েছেন। বল জালে! ফলে কোপা আমেরিকা-২০২৪ টুর্নামেন্টে প্রথম গোল পায় মেসি। অবশেষে, ২-০ গোলের জয় নিয়ে ফাইনালে মেসি-স্কালোনির আর্জেন্টিনা। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজ থেকে আর্জেন্টিনা-কানাডার ম্যাচের কিছু মুহূর্ত শেয়ার করে জায়েদ খান লিখেন, ‘দেখা হবে ফাইনাল ম্যাচে। সীমাহীন গতিতে ছুটে চল আর্জেন্টিনা।’

সংবাদটি শেয়ার করুন...

  • আর্জেন্টিনা
  • কোপা আমেরিকা
  • জয়ের সাক্ষী
  • জায়েদ খান
  • পতাকা হাতে
  • লাল-সবুজ