
‘লোকসভা নির্বাচনে মুসলিমদের নিশানা করে প্রচারণা চলছে‘ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হিন্দুত্বওয়াচ। নির্বাচনি প্রচার শুরুর পর এই সংক্রান্ত ঘটনা নথিভুক্ত করেছে সংস্থাটি।
ভারতের ছয় সপ্তাহ-ব্যাপী নির্বাচনে বিজেপি লড়াই করছে বিরোধীদের একটি জোটের বিরুদ্ধে। বিশ্বের সব চেয়ে বড় এই নির্বাচনী প্রক্রিয়া ১ জুন পর্যন্ত চলবে, এবং ৪ জুন ভোট গণনা এবং ফল ঘোষণা করা হবে। নির্বাচনকে ঘিরে প্রচারে নেমেছেন সব নেতারা। গত ২১ এপ্রিল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিরোধী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ক্ষমতায় আসলে তারা ভারতের সম্পদ ‘অনুপ্রবেশকারীদের’ মাঝে বিতরণ করে দেবে।
অনুপ্রবেশকারী শব্দটি দিয়ে বাঙালি শরণার্থীদের বোঝানো হত। তবে এখন এই শব্দ ভারতের ২০ কোটি মুসলিমদের বেলায় ব্যবহার করা হয়। তাদের সবাইকে বহিরাগত হিসেবে আখ্যা দেওয়া হয়।
তবে শুধু মোদিই মুসলিমদের নিয়ে বিতর্কিত বক্তৃতা দিচ্ছেন না। বিজেপির শীর্ষ নেতারা একই ধরনের কথা বলছেন। হিন্দুতভা ওয়াচ-এর প্রতিষ্ঠাতা রাকিব হামিদ নাইক বলছেন, মোদি ছাড়াও বিজেপির নামকরা প্রচারকদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির জাতীয় প্রেসিডেন্ট জগত প্রকাশ নাড্ডা, এবং কয়েকটি বড় রাজ্যের মুখ্যমন্ত্রী।
হিন্দুত্ব ওয়াচ যদিও প্রায় ৩ হাজার ঘৃণাসূচক বক্তব্য এবং অপরাধ নথিভুক্ত করেছে, নাইক বলছেন এই বছর নির্বাচন-কেন্দ্রিক ঘৃণা ছিল নজিরবিহীন। তিনি বলেন, ‘মুসলিমদের নিশানা করে এরকম উস্কানিমুলক, ঘৃণাসুলভ জাতীয় পর্যায়ে নির্বাচনী প্রচারণা আমি এর আগে কখনো দেখিনি।’
