শেখ রেহানার ৭, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ দিন আগে

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতার অপব্যবহারের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ রেহানাকে ৭ বছর, শেখ হাসিনাকে ৫ বছর এবং টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত–৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

এর আগে মামলার সমন্বয়কারী দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মঈনুল হাসান জানান, আসামিদের বিরুদ্ধে উপস্থাপিত সব সাক্ষ্য–প্রমাণ আদালতে যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে। সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা ছিল বলেও মন্তব্য করেন তিনি।

সকাল থেকেই আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। প্রধান ফটকগুলোতে পুলিশ ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। বিশেষ আদালতের এজলাস এলাকার বারান্দা ও প্রবেশপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নিয়মিত নিরাপত্তার পাশাপাশি বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে এবং সন্দেহজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন মামলাটি দায়ের করেন। এতে শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, শেখ হাসিনাসহ মোট ১৫ জনকে আসামি করা হয়। পরে তদন্ত শেষে আরও দুইজনকে যুক্ত করে মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

অন্য আসামিদের মধ্যে ছিলেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ এবং পরে যুক্ত হওয়া দুই আসামি—সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব–১ মোহাম্মদ সালাহ উদ্দিন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

সংবাদটি শেয়ার করুন...