সত্যি কি বিচ্ছেদের বিষয়ে কথা বলেছেন অভিষেক বচ্চন?

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

বলিউডের জনপ্রিয় তারকা জুটি অভিষেক বচ্চন ও এশ্বরিয়া রাই বচ্চন। তবে কিছুদিন ধরে এই তারকাদের বিচ্ছেদের গুঞ্জন চলছে। আর সেই গুঞ্জন এবার আরও বাড়িয়ে দিয়েছে অভিষেক বচ্চনের একটি ভিডিও। যেখানে বিচ্ছেদের কথা বলছেন জুনিয়র বচ্চন। তবে এখন প্রশ্ন ভিডিওটি কি সত্যি নাকি এআই প্রযুক্তির ব্যবহার করে করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে ভিডিওটি নিয়ে বিস্তারিত উঠে এসেছে। উত্তর মিলেছে বিভিন্ন প্রশ্নের। ভাইরাল ভিডিওতে অভিষেক বচ্চনকে বলতে শোনা যায়, গত জুলাইতেই আমি আর ঐশ্বর্য বিবাহ-বিচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। বিগত কয়েক বছর আমাদের একসঙ্গে বিশেষ ভালো কাটেনি। তাই আমরা শেষপর্যন্ত আলাদা হওয়ার পথেই হাঁটছি। এখন প্রশ্ন আমাদের মেয়ে আরাধ্যার…।

সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওটি নিয়ে চলছে আলোচনা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায় ভাইরাল ভিডিওটি আসল নয়। এআই প্রযুক্তির ব্যবহার করে এটা করা হয়েছে। এআই প্রযুক্তির মাধ্যমে এই ভিডিওটি তৈরি করা হয়েছে বলে এর আগেই অনুমান করছেন অনুরাগীরা।

তবে এই তারকা দম্পতির ভক্তদের অনেকেই ভিডিওটি সত্যি ভেবে অভিষেক বচ্চন ও এশ্বরিয়াকে আগামী-দিনের জন্য এগিয়ে যেতে বলেছেন। আর কেউ তাদের একমাত্র সন্তান আরাধ্যা কথা ভেবে একসঙ্গে থাকতে বলছেন। ২০০৭ সালের এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০১১ সালে জন্ম হয় তাদের মেয়ে আরাধ্যা বচ্চনের। ভালোই যাচ্ছিল তাদের সময়। তবে বেশ কয়েক বছর ধরেই ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ, বচ্চন পরিবারের অশান্তির খবর শোনা যাচ্ছিল। তবে এ নিয়ে এখনো কিছু বলেননি অভিষেক-ঐশ্বরিয়া।

 

সংবাদটি শেয়ার করুন...

  • অভিষেক বচ্চন
  • এশ্বরিয়া রাই বচ্চন
  • বিচ্ছেদের গুঞ্জন