সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজনকে আটক করেন এলাকাবাসী। পরে তাঁদের পুলিশে দেন তাঁরা। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া।

সোমবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় জনতা তাদের পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া থানায় আছেন তারা। এ ব্যাপরে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া বলেন, তাদেরকে সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল ৬টার দিকে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন। আটকৃত চারজন বর্তমানে পুলিশ হেফাজতে আছেন।

এর আগে সপরিবারে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন...

  • পুলিশ
  • ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত
  • মোজাম্মেল বাবু
  • সাংবাদিক শ্যামল দত্ত