সাংবাদিককে হত্যার চেষ্টায় কাউন্সিলর!

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুর সিটি করপোরেশন এর ৯নং ওয়ার্ড কাউন্সিলর নাছির উদ্দিন মোল্লার বিরুদ্ধে সাংবাদিক হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া যায়।শনিবার (১৮ এপ্রিল) দৈনিক ভোরের ডাক পত্রিকার গাজীপুর জেলা সংবাদদাতা এম,এ মমিন রানা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

এর আগেও চলনবার্তার সাংবাদিক সাবের বিললা সুমনকে হুমকি এবং পরিবহন থেকে চাঁদাবাজির কারনে কোনাবাড়ী থানায় অভিযোগ রয়েছে। তাছাড়া নানা ধরনের অপকর্ম সহ বর্তমান করোনা মহামারীতে ত্রানের চাল চুরির অভিযোগও রয়েছে এই ৯নং ওয়ার্ড কাউন্সিলর নাছির উদ্দিন মোল্লার বিরুদ্ধে।

থানার অভিযোগ সূত্রে জানায়, শনিবার দুপুর ১টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ী বাস স্ট্যান্ডে করোনা ভাইরাসের সংক্রমণে লকডাউন পর্যবেক্ষণে আসেন সাংবাদিক এম, এ মমিন রানা।

এসময় কিছু স্বেচ্ছাসেবী কর্মী হাতে হ্যান্ড মাইক নিয়ে অটো রিক্সা চালকদের সর্তক করতে গেলে কয়েক জন উৎশৃংখল রিকশা চালক ওই স্বেচ্ছাসেবীর সঙ্গে মারমুখি আচরণ করে। তখন ওই সাংবাদিক স্বেচ্ছাসেবী কর্মীকে রক্ষার্থে এগিয়ে আসে। ঠিক তখন গাজীপুর সিটি কর্পোরেশনের ৯নংওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন মোল্লা দুর থেকে দেখে পূর্ব শত্রুতার জেরে ১০-১২জন সন্ত্রাসী নিয়ে সাংবাদিককে এলোপাথাড়ি লাঠি ও রড দিয়ে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন জায়গায় ও মাথায় আঘাত করে। সাথে সাথে সাংবাদিক মমিন রানা মাটিতে পরে গিয়ে বাঁচার জন্য চিৎকার করতে থাকলে আশেপাশে লোকজন জরো হয়ে যায়। আর নাসির উদ্দিন মোল্লা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে চলে যায়।

এ বিষয়ে সাংবাদিক মমিন রানা জানান, নাসির কাউন্সিলরের নির্দেশে আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমি আত্মরক্ষার্থে ডান হাত দিয়ে লাঠির আঘাত ফিরানোর চেষ্টা করি এতে আমার হাত ভাঙ্গা জখম হয়।তাছাড়া সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে হত্যার উদ্দ্যেশে গলা চেপে ধরা হয়েছিলো।পরে আমার ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে আমাকে রক্ষা করে।এবিষয়ে আমি কোনাবাড়ী থানায় একটি অভিযোগ করি। অভিযোগ করায় আমাকে হত্যার হুমকি দেয় নাসির কাউন্সিলরের লাঠিয়াল বাহিনী।

এ বিষয়ে নাসির উদ্দিন কাউন্সিলরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া যায়।

কোনাবাড়ী থানার ওসি এমদাদ হোসেন বলেন, উক্ত ঘটনার পাল্টা পাল্টি দুইটি অভিযোগ হয়েছে তবে ঘটনাটির তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন...

  • কাউন্সিলর!
  • চেষ্টায়
  • সাংবাদিককে
  • হত্যার