সিকিমে ভূমিধসে গুঁড়িয়ে গেলো তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

ভয়াবহ ভূমিধসে ভারতের সিকিমে তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রটি ধসে পড়েছে। মঙ্গলবার সকালে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশন (এনএইচপিসি) তিস্তা স্টেজ ৫ বাঁধের বিদ্যুৎ কেন্দ্র এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। ভারী বৃষ্টির কারণে এই ভূমিধস ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস হয়েছে।

৫১০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি একটি পাহাড়ের পাশে অবস্থিত ছিলো। গত কয়েকদিন ধরেই পাহাড়টি ভূমিধসের ঝুঁকিতে ছিলো। আর তাই আগেই সরিয়ে নেয়া হয়েছিলো কর্মীদের। পাহাড় থেকে ধস নামার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, মঙ্গলবার সকালে তিস্তা নদীর বালুতারে অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্রের ওই পাওয়ার স্টেশনের ওপরের পাহাড় ধসে পড়ে।

এর ফলে পাহাড় সংলগ্ন এনএইচপিসির তিস্তা স্টেজ-৫ বাঁধের পাওয়ার স্টেশন ভেঙে যায়। কর্তৃপক্ষ বলছে, ভারী বৃষ্টির কারণে ঘটেছে এমন ভয়াবহ ভূমিধসের ঘটনা। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এরইমধ্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন।

 

সংবাদটি শেয়ার করুন...

  • তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র
  • ভূমিধস
  • সিকিম