৩০৩ আনসার সদস্য আদালতে

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ৩০৩ জন আনসার সদস্যকে ঢাকার একটি আদালতে হাজির করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত শাহবাগ, রমনা ও পল্টন থানায় দায়ের করা মামলায় ৩০৩ জন আনসার সদস্যকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রোববার রাত ১১টা পর্যন্ত কমপক্ষে ৪০ জন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এর আগে রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর বিভিন্ন পথ দিয়ে পালিয়ে যান আন্দোলনরত আনসার সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে যাওয়ার সময় আনসার সদস্যরা ধাওয়া দেন। পরে শিক্ষার্থীরা লাঠি নিয়ে আনসারদের প্রেসক্লাবের দিক থেকে তাড়া দেন। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে লাঠিপেটা করেন আনসার সদস্যরা। এ সময় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

পরে শিক্ষার্থীদের ধাওয়ায় আনসার সদস্যরা পিছু হটে যান। অভিযোগ উঠেছে, সংঘর্ষের সময় আনসার সদস্যরা গুলিও চালিয়েছেন। সংঘর্ষের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক লাইভে এসে বলেন, আনসারদের বিভিন্ন দাবি মেনে নেয়া হলেও, বাহিনীর একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রেখেছেন এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর করছেন।

 

সংবাদটি শেয়ার করুন...

  • আদালতে হাজির
  • আনসার সদস্য
  • শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ