লালমোহন প্রতিনিধিঃ লালমোহনে পূর্ব শত্রুতার জেরধরে এক গৃহ বধূকে পিটিয়ে আহত করার অভিযোগে পাওয়া গেছে। উপজেলার বদরপুর ইউনিয়নের চরটিটিয়া ৫ নং ওয়ার্ড শাদত আলী হাওলাদর বাড়িতে শনিবার ১৬ মে সকাল ৯ টার সময় এ মারপিটের ঘটনা ঘটে।
জানা যায়, শাদত আলী হাওলাদার বাড়ির আঃ রবের ছেলে রেজাউল করিম তার স্ত্রী রুজিনা বেগম ও তিন সন্তানকে বাড়িতে রেখে জীবিকা নির্বাহের তাগিদে চট্রগ্রাম দিন মজুরী কাজ করেন,সে সুবাদে রেজাউলের বড় ভাই বশির রুজিনাকে বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ ও মানুষিক ভাবে নির্যাতন সহ নানা ভাবে হয়রানি করে আসছে।
আরো পড়ুন...দুর্নীতির মহারাজা এমপি জ্যাকব!
তার রেশ ধরে ঘটনার সময় বশির ভাসুর হয়ে অসুরের মত ব্যবহারের প্রতিবাদ করায় রুজিকে ঘর থেকে টেনে হেছড়ে উঠানে বের করে বশিরের নেতৃত্বে মিনারা পারভেজ, লিপা এলোপাতারি ভাবে মরপিটের একপর্যায় রুজিনা ডাকচিৎকার দিয়ে মাটিতে লুটে পরলে স্থানীয় লোক জন দৌড়ে এসে তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন।
আহত রুজিনা বর্তমানে লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় আহতের পরিবার ন্যায় বিচার দাবী করেন।