
আমির হোসেন রিয়েল: করোনা ভাইরাসের কারনে বাংলাদেশে চলছে লকডাউন। যার ফলে খেটে খাওয়া মানুষ গুলো এখন কর্মহীন জীবন যাপন করছে।এতে আর্থিক সংকটে পরেছে তারা। তাই দেশের এই ক্রান্তিলগ্নে সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষ অসহায় হতদরিদ্ররের পাশে দাড়িয়েছেন। তাছাড়া দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দল গুলো নিজ নিজ এলাকায় সামাজিক দুরত্ববজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
আরো পড়ুন….সুখবর পাচ্ছেন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা
শনিবার (১৬ই মে) সকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কর্মহীন অসহায় দিনমজুর মানুষের পাশে এগিয়ে এসেছেন কোনাবাড়ী থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কোনাবাড়ী আমবাগ এলাকায় একহাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আরো পড়ুন….৯০ দিনের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবো: তাপস
কোনাবাড়ী থানা বিএনপির আহবায়ক রবিউল আলম রবির সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি (বীর মুক্তিযোদ্ধা) হাসান উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক মো. সোহরাফ উদ্দিন সহ কাশিমপুর থানা বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার,যুবদল নেতা বাবুল হোসেনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
