TadantaChitra.Com | logo

২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চলছে মেন্ডিসের ব্যাটে শ্রীলঙ্কার লড়াই

প্রকাশিত : জুন ১০, ২০১৮, ০৫:০৪

চলছে মেন্ডিসের ব্যাটে শ্রীলঙ্কার লড়াই

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২২৩ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কাকে ৪৫৩ রানের টার্গেট দেয়। তবে ত্রিনিদাদে সিরিজের প্রথম টেস্টে কুশাল মেন্ডিসের ব্যাটে ভালো কিছুর সম্ভাবনা দেখছে লঙ্কানরা। চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান করেছে সফরকারীরা।

এ ম্যাচে জিততে হলে শ্রীলঙ্কাকে শেষ দিনে করতে হবে আরও ২৭৭ রান। হাতে রয়েছে ৭ উইকেট।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার মেন্ডিস ছাড়া অবশ্য অন্য কেউ উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। কিন্তু দলকে একাই টেনে নেন ডানহাতি এ ব্যাটসম্যান। দিন শেষে ১৮৬ বল মোকাবেলা করে ৯টি চার ও ২টি ছক্কায় ৯৪ করে অপরাজিত আছেন তিনি।

৩১ রান করে বিদায় নেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ১৫ রান করা অধিনায়ক দিনেশ চান্দিমাল রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। মেন্ডিসের সঙ্গে শূন্য রাতে থাকা লাহিরু গামাগে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ক্যারিবীয় বোলারদের মধ্যে একটি করে উইকেট পান শেনন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার ও দেবেন্দ্র বিশু।

আগে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ কাইরন পাওয়েলের ৮৮ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে ২২৩ রান করে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক হোল্ডার। লঙ্কান বোলারদের মধ্যে লাহিরু কুমারা পান ৩ উইকেট। ২টি উইকেট তুলে নেন রঙ্গনা হেরাথ।

ক্যারিবীয়রা নিজেদের প্রথম ইনিংসে ৪১৪ রানে ইনিংস ঘোষণা করেছিল। জবাবে শ্রীলঙ্কা মাত্র ১৮৫ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায়।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।