নানিয়ারচরে পাহাড় ধসে ৯ জন নিহত

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৭ years ago

পাহাড় ধসে পার্বত্য রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পাহাড় ধসে এই হতাহতের ঘটনা ঘটে।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের এনডিসি তাপস শীল জানায়, পাহাড় ধসের খবর পেয়ে স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

এখনো নিহতদের সবার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের অনেকেই একই পরিবারের সদস্য বলে প্রশাসন সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন...

  • নানিয়ারচরে পাহাড় ধসে ৯ জন নিহত