TadantaChitra.Com | logo

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষা মন্ত্রণালয়ের নির্মাণ প্রকল্পের দুর্নীতি হানজালার বিরুদ্ধে হাই কোর্টের রুল!

প্রকাশিত : জুন ২৬, ২০১৯, ০৫:১৭

শিক্ষা মন্ত্রণালয়ের নির্মাণ প্রকল্পের দুর্নীতি হানজালার বিরুদ্ধে হাই কোর্টের রুল!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের একাডেমিক ভবনের ৭ তলা থেকে ১৫ তলা পর্যন্ত উর্দ্ধমুখি সম্প্রসারন প্রকল্পের কার্যক্রম কেন বে-আইনী ঘোষনা করা হবে না এই মর্মে রুল নিশি জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রকল্পে সংঘটিত দুর্নীতি তদন্তেরও নির্দেশনা দেয়া হয়েছে। মহাসিন আহমেদ স্বপন দায়েরকৃত রিটের পরিপ্রেক্ষিতে গত ২৩’মে বিচারপতি আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। পিটিশনারের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মো. কামাল হোসেন। রিটে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯ তলা ভবন নির্মানের কার্যাদেশ নিয়ে ৬ তলা পর্যন্ত সম্মন্ন করেই সমুদয় বিল (অন্তত ৭ কোটি টাকা) তুলে নেয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা নিয়োগকৃত ঠিকাদার প্রতিষ্ঠান ‘দ্য বিল্ডার্স’। ২০১৫ সালে প্রতিষ্ঠানটির সংগে ১৫ তলা পর্যন্ত সম্প্রসারনের চুক্তি সম্পাদিত হয়। প্রকল্পের ব্যয় ধরা হয় ৪৫ কোটি ২৪ লাখ টাকা। এক্ষেত্রে মোজাইকসহ প্রতি তলার ব্যয় ধরা হয় ৫ কোটি ২ লাখ টাকা। ২০০৬ সালে ভবনটি ৬ তলা করা হয়। দ্বিতীয়দফায় ২০১৫ সালে ১৫ তলা পর্যন্ত কাজ শুরু হয়। ২ বছর কাজ চলার পর হঠাৎ করেই প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা ভবনের ভিত্তি দুর্বল মর্মে অজুহাত তুলে ১২ তলা পর্যন্ত ভবনটি উর্দ্ধমুখি সম্প্রসারনের মতামত দেন। যদিও ভবনটির ভিত্তি দেয়া হয়েছে ২০ তলার। প্রধান প্রকৌশলী ১২ তলার মতামতে সংশোধিত ব্যয় ধরেন ৩৭ কোটি ৪০ লাখ টাকা। মূল দরপত্রে মোজাইকের কথা উল্লেখ থাকলেও দেয়া হয় টাইলস। প্রথম দরপত্রে মোজাইকসহ প্রতিতলার ব্যয় ধরা হয়েছিল ৫ কোটি ২ লাখ টাকা। সে হিসেবে ৬ তলার জন্য ব্যয় হওয়ার কথা ৩০ কোটি ১২ লাখ টাকা। কিন্তু প্রধান প্রকৌশলীর হস্তক্ষেপ দর নির্ধারিত হয় ৭ কোটি টাকার বেশি,৩৭ কোটি ৪০ লাখ টাকা। এসব অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে মন্ত্রণালয়ে দফা-দফায় চিঠি দিয়ে আপত্তির কথা জানান প্রকল্পের তত্ত¡াবধায়ক প্রকৌশলী। তা সত্তে¡ও সরকার কোনো ব্যবস্থা না নেয়ায় এ রিট করা হয়। রুলে আদালত জগন্নাথ বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের উর্দ্ধমুখি সম্প্রসারনের ক্ষেত্রে সংঘটিত দুর্নীতি তদন্তে কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। রিটে ঠিকাদার প্রতিষ্ঠান ‘দ্য বিল্ডার্স’র মালিক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক, প্রধান প্রকৌশলী, শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ৭ জনকে বিবাদী করা হয়েছে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।