TadantaChitra.Com | logo

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মধ্য আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

প্রকাশিত : মে ২৭, ২০১৮, ১২:১৫

মধ্য আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (সিএআর) সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহতরা হলেন সৈনিক আরজান হাওলাদার (৩৪ ই বেঙ্গল, ফরিদপুর) ও সৈনিক (টিএ) মো. রিপুল মিয়া (৩৫ ডিভ লোকেটিং ব্যাটারি আর্টিলারি, রংপুর)।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির ইয়ালোক নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। আহতরা হলেন সৈনিক মো. জামাল উদ্দিন মোল্লাহ (৩৪ ই বেঙ্গল, ফরিদপুর) ও সৈনিক মো. মজাহিদুল ইসলামকে (৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারি, নওগাঁ)।

উন্নত চিকিৎসার জন্য দুর্ঘটনায় আহত সেই দুই জনকে মধ্য অফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইতে স্থানান্তর করা হয়েছে। রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশ ব্যাটালিয়ন-৪ (ব্যানব্যাট-৪) এর ওই সদস্যরা সামরিক ও অসামরিক যানবাহনের একটি বহরের নিরাপত্তায় দায়িত্ব পালন করছিলেন। এসময় কাঠ বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।