TadantaChitra.Com | logo

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্ষনিকের অভিমান

প্রকাশিত : অক্টোবর ০৫, ২০১৯, ০৫:০৯

ক্ষনিকের অভিমান

আহসান হাবীব
রাগ করনা সুন্দরী, লক্ষি সোনা মনি,
ক্ষণিকের অভিমান থাকবে নাও জানি।
অভিমান সেই করে ভালবাসে যিনি,
বিপদে আপদে সংগি ও হয় তিনি।
একটু খানি হাসো,যদি ভালবাসো,
ভুল বুঝ না কভূ,বুকে চলে এসো।
ফুল হয়ে আছ বুঝবে তুমি সেদিন,
ভালবাসা নিয়ে আসবো কাছে যেদিন।
ঘুমিয়ে আছ তুমি ,মন দিয়েছি আমি,
সন্ধি নয় বন্দি হয়েছো তুমি।
তর্কে জড়িয়ে অন্যের ভাবনা করি,
আর কিছু নয় অহেতুক বারা বারি ।
সুন্দর মন তোমার চাঁদের মতো হাসি,
সূর্যের মতো আলো দুনয়নে ভাসি ।
যত আসুক আশা যত ভালবাসা,
ফিরিয়ে নিয়ে মোরে করনা সর্বনাশা
ছুয়েছি তো মন,করেছি তো পন,
তুমি ছাড়া আর কেউ নয় আপন।
সৈকতে যাব ঘুরবো দু হাত ধরে,
ছারবো না হাত,ঢেউ যত আসুক জোড়ে।
কোকিলের ডাক তুমি, শুনেছ কি কভু ?
ময়নার ডাক যেন ভুলা যায় না তবু।
তেমনি তোমার সাজ করেছে পাগল মন,
ফের যদি অভিমান, করবো অনশন।
ভাল লাগে যারে ভুলিও না তারে,
তুমি আমার, আমি বলবো অভিসারে
গোলাপ, জুঁই, চামেলি, জবা, গন্ধরাজ।
তেমনি সুন্দর তুমি লাগবে না কোন সাজ।
মন খুলে কথা বলতে করনা লাজ।
তোমার অভিমানে আমার কপালে ভাজ।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।