TadantaChitra.Com | logo

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্ষমতার ক্ষয়- নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : মে ১৬, ২০২১, ১১:৩৬

ক্ষমতার ক্ষয়- নীগার সুলতানা ইয়াসমীন

আমরা প্রাশ্চাত্য থেকে পার্টি, লিভ টুগেদার সব শিখেছি, রক্ষিতা কিংবা পরকীয়া কিংবা মানবিক বিয়ের চর্চাও শুরু করেছি। কিন্তু সৎ সাহস নিয়ে বলতে পারা শিখিনি। তাইতো স্বামী বা স্ত্রীকে ধোঁকা দিয়ে নতুবা তাদেরকে হ্ত্যা করে নিজেদের আরেক সংসার সাজাতে চায়। ইসলাম এতটায় সাম্যের ধর্ম যেখানে স্বামী বা স্ত্রী দুজনের তালাক দেওয়ার ক্ষমতা আছে, ভাল না লাগলে বলে কয়ে সম্পর্ক ছেদ করুন। তাদের প্রান কেড়ে নেবেন কেন ? তাদেরও বাঁচার অধিকার আছে, তাদের মেরে সুখের নীড় গড়তে গেলে হিতে বিপরীত হবে। সংসার নয় কারাগার হবে, হত্যা করে ক্ষমতার বলে সাময়িক পালানো যায় কিন্তু স্বস্তির নি:শ্বাস ফেলতে পারেন কি? আবার দেখুন ইসরাইল তারা কেন এত হ্ত্যা করছে? আলোচনা আছে, সন্ধি আছে, বসুন সমাধান বের হতে পারে। তা না করে নিজেদের শক্তি প্রদর্শন করছে। তারা এতটায় অমানবিক ছোট শিশুদেরও রেহাই দিচ্ছেনা। আজ তাদের শুধু ধিক্কার নয় বলতে চাই ফিলিস্তিনীদের রক্তের স্রোতধারা দিয়েই তাদের ধ্বংস ও অস্তিত্ব বিলীন হবে আর ফিলিস্তিনীরা একদিন এতটাই সুখে জীবন-যাপন করবে যা এর আগে কোন জাতি থাকেনি। সেদিন হয়ত আমি থাকব না তবে তাদের সুখ অনুভব করব হয়ত। শেষে শুধু একটা কথা সকলেই মনে রাখবেন সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। হিসাব বরাবর করেই সমাপ্তি টানেন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।