TadantaChitra.Com | logo

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আমার কূল কিনারা কিছু নেই…ফাইয়াজ ইসলাম ফাহিম

প্রকাশিত : জুন ২৯, ২০২১, ১২:৫০

আমার কূল কিনারা কিছু নেই…ফাইয়াজ ইসলাম ফাহিম

আমার কুল কিনারা কিছু নেই
আমি যে কচুরিপানা
কখনো পদ্মার জলে
কখনো যমুনার জলে
শুধু ভেসে ভেসে বেড়াই
কখনো পদ্মার টেউয়ের তরঙ্গে ভেঙ্গে যায় বক্ষ?
আমি চিৎকার করতে পারি না
আমার শক্তি নেই সামর্থ্য নেই
আমি যে কচুরিপানা।

কখনো ঘূর্ণিপাকে চলে যাই নদীর অতলে
আবার কখনো ভেসে উঠি!
শামুকের চুমুকে সদ্য কচুরিপানা হয়ে উঠি
মৎস্য কন্যার সঙ্গে প্রেম করি চুনোপটি?

আমি কচুরিপানা
শুধু ভেসে ভেসে বেড়াই
আমার কোন গড়িমা নেই
জাত- পাতের বড়াই নেই
আমি যে কচুরিপানা!

যে যেমন করে আমায় ব্যবহার করে করে
তবুও আমি কিছু বলি না
আমার যে শক্তি -সামর্থ্য কিছু নেই
আমি যে কচুরিপানা…


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।