TadantaChitra.Com | logo

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জীবন মৃত্যুর প্রণয়খেলা-নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : জুলাই ০৯, ২০২১, ০৮:৩০

জীবন মৃত্যুর প্রণয়খেলা-নীগার সুলতানা ইয়াসমীন

বিজন রাতে মুদিত নয়ন,
হঠাৎ জেগে উঠি চমকে,
মৃত্যু অজ্ঞাত মোর।
তবু বারে বারে অনন্তের পানে
ধেয়ে যায় প্রান।
শিহরিত মন আবেগে আপ্লুত,
কোন এক দিবস রজনী,
অজানা বন্ধু কড়া নাড়িবে দ্বারে,
দেখি নাই তারে কভু, পাঠাবে প্রভু,
রোধ করিতে পারিব না দুয়ার।
চিত্ত মোর ভয়শূন্য।
জীবন মৃত্যুর নি:শব্দ প্রণয়খেলা
ধরাতলে চলে নিরন্তর।
সাড়ে তিন হাত কায়া,
মাটির তলে রবে শোয়া।
বিচিত্র বিধান সব অবসান।
ছেড়ে যেতে হবে মায়ার বাঁধন।
অসীম যে সত্য,
তাহা ভুলে মায়ার ফাঁদে জড়িয়ে
বসুধায় করি বসত স্বপ্নের জাল বুনে।
জাগতিক জীবন নয় মোর আপন।
নির্মল নয়নের জলে,
মার্জনা চায় তোমার তরে,
দুই কূল মম পার কর সম মানে
তুমি মোর পরিত্রান দাতা।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।