TadantaChitra.Com | logo

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জনগনের দ্বারে দ্বারে – নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২১, ১১:৩৮

জনগনের দ্বারে দ্বারে – নীগার সুলতানা ইয়াসমীন

শব্দ যেন আজ অসহায়।
কয়েকটা গেলে জান
গাড়ীর তলে হায়।
তাদের কি আসে যায়।
রাজপথে চলিবে কিছু গোল
নতুবা অভিযোগ।
কারো নড়িবে না টনক।
লোভে তারা দানব
নয় আর মানব।
হাসির বাহারে
তারা গুনিবে টাকা আহারে।
আমরা চাপা পরিব
ঝুঁকিতে ঝুলে চলিব বাসে,
ধাক্কাও জুটিবে ললাটে
ফিরিব বাসায় প্রান ঝরে
কিংবা নাকাল যেন হাল।
আমরা জনগন
ব‍্যাথায় জ্বলিবে অন্তরে আগুন।
কারো নেই ভাবনা
আছে কেবল মামলা
সময়ের কালক্ষেপণ
এটাই দেখি কেবল।
হ্নদয় ভরা ক্ষমতার দম্ভ
বিবেক মনের কুটিরে জব্দ।
শৃঙ্খলা আনার সাহস
নেই মানস পটে।
এইভাবে চলিবে আর কতদিন
দিতে হবে জবাব একদিন
মনে রাখ সকলে রাজাও দ্বারস্থ
জনগনের দ্বারে দ্বারে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।