TadantaChitra.Com | logo

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বোধ মানব মন- নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : ডিসেম্বর ১২, ২০২১, ১১:৩১

নির্বোধ মানব মন- নীগার সুলতানা ইয়াসমীন

নির্বোধ মানব মন
উচ্চ অভিলাষের প্রলোভনে
ভালকে এড়িয়ে মন্দকে আকড়ে
সুখের আসন পাতে আঁধার নরকে।
জীবনের লক্ষ‍্য খুঁজে পাপের সাগরে।
অনুতাপে নয়নের দুই ফোটা জল
ঝরে না কখনো।
একদিন সঙ্গ ছাড়িবে সকলে,
পাপের কলস ফুটো অনায়াসে,
যম আসিলে দ্বারপ্রান্তে।
একবার মনের বাতায়ন খুলে
চারিদিকে তাকিয়ে দেখ-
বন্দুর পথ অতিক্রম করে
অভীষ্ট লক্ষ্যে পৌঁছে কত জনে।
জীবনের শোভন অল্পতেই তুষ্ট মন।
স্বর্ণ অট্টালিকায় ধনের বড়াই
সেথায় সুখ যেন হারায়।
ক্ষুদ্র কুটিরে দুখের লড়াই
তবুও খুশি ছুঁয়ে ছুঁয়ে পরে
হেথায় চাঁদনি রাতের মতো।
তপ্ত রোদে গা পুড়ে
কৃষক করে কাজ আনন্দিত মনে।
তাদের ফসল মোদের সুফল
ঘরে ঘরে অন্নপ্রাশণ।
কোথাও নেই আশাতীত চাওয়া।
নির্বোধ মানব মন ভাব এখন।
দম্ভ আর নষ্ট অভিলাষ ঝেড়ে
জীবনকে কর অগ্রসর
সততার সৌরভ ছড়িয়ে।
জ্ঞানের জ‍্যােতিতে।
ক্ষুদ্রতে সন্তুষ্টি,অপকার নয়
উপকারের হাতটি বাড়িয়ে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।