TadantaChitra.Com | logo

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কড়ি নয়, খালি হাতে ফিরে-নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২২, ০৯:৩৮

কড়ি নয়, খালি হাতে ফিরে-নীগার সুলতানা ইয়াসমীন

ভবে জনম দু’দিনের
কিছুই রবে না চিরতরে।
এত ভাবনাই হ্নদয় কেন ভরে?
যাতনাই কেন জ্বলে জ্বলে মরে?
সকল হেলা দু হস্তে ঠেলে
আপন মনে করি খেলা।
শিশির সিক্ত ঘাসে
কান্নার বিন্দু ফেলে,
রাঙা চরণ মেলে
আনন্দের সৃজন পলে পলে খোঁজন,
অনন্তের পানে কথন মনে মনে।
হাসি ঝরে জর্জর প্রানে বিনা কারনে।
অহংকার নয় পুষ্ট
মম মনের খোরাকে।
উদার আকাশ, নির্মল বাতাসে
মুক্ত প্রানের দ্বার।
রবি, শশী দেহমনে
আলো বিকায় রাশি রাশি,
কষ্টে জ্বলেও নিভে নাকো।
কন্টক পথে ফুটায় ফুল
ভালবাসার জলে।
ছিড়ে তুচ্ছ ভেবে
বারে বারে ফুটি,
নীরব ব্যথা সয়ে।
ভবে জনম দু’দিনের
কিছুই রবে না চিরতরে।
কড়ি নয় ,খালি হাতে ফিরে
ওপারের তরী মুদিলে নয়ন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।